কুষ্টিয়ায় বিরোধের জেরে কৃষকের অর্ধশতাধিক কলাগাছ কর্তন
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার খোকসায় এক আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে সড়কের ঢালে লাগানো এক কৃষকের প্রায় অর্ধশত কলার গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলা সদরের মাঠপাড়ার কৃষক শহিদুল ইসলাম কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা বাসস্ট্যান্ড এর পশ্চিম পাশে সড়কটির ঢালে প্রায় ৫ শতাধিক কলার গাছ রোপণ করেন।
গাছগুলোতে কলা আসার সময় হয়ে এসেছে। কিন্তু রবিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস তার খরিদিয় জমির সামনের থেকে প্রায় ৩০টি কলাগাছ কেটে ফেলে।
এ সময় ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয়দের চাপের মুখে ওই নেতা লোকজন নিয়ে ফিরে যান। পরে কৃষকের ছেলে ফসল তছরুপের ঘটনায় খোকসা থানায় অভিযোগ দায়ের করেছেন।
কৃষক শহিদুল ইসলাম জানান, তিনি ওই আওয়ামী লীগে নেতার জমির সামনের সরকারী সড়কের জমিতে গাছ লাগিয়েছেন। কিন্তু ওই নেতা কোন কথা না বলে হঠাৎ করে তার কলা গাছ কাটতে শুরু করে। ফসল তছরুপের ঘটনায়র সুষ্ট বিচার দাবি করেন তিনি।
আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস দাবি করেন, ওই কৃষক যখন কলা গাছ লাগায় তার আগে মৌখিক অনুমতি নিয়েছিলেন। তখন কথা হয়েছিল প্রয়োজনে জমির মালিক বাটু বিশ্বাস গাছ কেটে জমি দখলে নেবেন। তিনি তার জমিতে ঘর করার জন্য কয়েকটি গাছ কেটেছেন কলেও স্বীকার করেন।