অ্যাডিলেডে করোনার নতুন ঢেউ, আইসোলেশনে অজি অধিনায়ক
স্পোর্টস ডেস্ক : ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। কিন্তু এর আগে সেখানে হানা দিয়েছে করোনার নতুন ঢেউ। সংক্রমণের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় অজি টেস্ট অধিনায়ক টিম পেইনসহ সব খেলোয়াড়রা এখন আইসোলেশনে চলে গেছেন।নতুন করে করোনার সংক্রমণে শঙ্কা বাড়লেও ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, নির্ধারিত সূচিতেই মাঠে গড়াবে প্রথম টেস্ট।
তবে অ্যাডিলেডে করোনা ভাইরাসের নতুন ক্লাস্টার দেখা দেওয়ায় উদ্বেগ বেড়ে গেছে অন্যান্য রাজ্যগুলোতে। ফলে এই পরিস্থিতিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও নর্দার্ন টেরিটোরি তাদের সঙ্গে থাকা সাউথ অস্ট্রেলিয়ার সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে। এমনকি যারা অ্যাডিলেড থেকে সেখানে এসেছেন, তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডের ম্যাচ খেলে সাউথ অস্ট্রেলিয়া থেকে এসেছেন তাসমানিয়া দলে থাকা টিম পেইন, ম্যাথু ওয়েড ও বাকি সতীর্থরা। এর ফলে সেখান থেকে আসায় তারা এখন আইসোলেশনে থাকবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। তাদের করোনা পরীক্ষার মধ্য দিয়েও যেতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণে আছে।পরিস্থিতি অনুকূল না হলে তা অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেটকে হুমকির মুখে ফেলে দিতে পারে। তবে সিএ কোনওভাবেই এই টেস্ট সিরিজ ওপেনার নিয়ে সংশয় রাখতে চায় না। তারা সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছে, যথা সময়েই হবে এই টেস্ট।
তার ওপর প্রথম এই টেস্টটি হচ্ছে দিবা-রাত্রির। তবে তারা এই মুহূর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।