আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গতকাল সোমবার বিকালে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। আসামের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রিত্বের আছে রেকর্ড গগৈয়ের।
গত আগস্ট মাসের শেষের দিকে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সেরে উঠেন তিনি। পরবর্তী উপসর্গ জনিত কারণে প্রবীণ কংগ্রেস বিধায়কের মৃত্যু হয়েছে।
গত ২ নভেম্বর হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি করানো হয়েছিল গগৈকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতির খবরে শুভানুধ্যায়ী এবং দলীর নেতাকর্মীদের ভিড় জমেছিল হাসপাতালের সামনে।
সাবেক মুখ্যমন্ত্রীর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার সরকারি বাসভবনে। সেখান থেকে তার মরদেহ নেয়া হবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। আজ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন নেতাকর্মীরা। গুয়াহাটিতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।