একই ওয়েব সিরিজে বিজয় ও শহিদ কাপুর
বিনোদন ডেস্ক : বিনোদনের মাধ্যম বদলে দিয়েছে করোনা। সিনেমা হলের পরিবর্তে মানুষ ঝুঁকছে ওটিটি প্ল্যাটফর্মের দিকে। সিনেমা-নাটকের পাশাপাশি বিশ্বব্যাপী বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ।বড় পর্দার অনেক তারকা এখন অভিনয় করছেন ওয়েব সিরিজে।
এই স্রোতে গা ভাসিয়েছেন বলিউড তারকা শহিদ কাপুর ও তামিল তারকা বিজয় সেতুপতি। একই ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তাঁরা।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের ব্যানারে একটি ওয়েব সিরিজে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন শহিদ কাপুর। সিরিজটি পরিচালনা করবেন রাজ ও ডিকে।
আরো জানাজায়, এই সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তামিল তারকা বিজয় সেতুপতি। এটি হতে যাচ্ছে তাঁর প্রথম ওটিটি প্ল্যাটফর্মের কাজ। অ্যাকশন থ্রিলারে এই সিরিজে বিজয় ও শহিদকে এমন লুকে দেখা যাবে, যা আগে দেখেনি দর্শক। আসছে জানুয়ারিতে মুম্বাই ও গোয়ায় সিরিজের দৃশ্যধারণের কাজ শুরু হবে।