একনজরে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে কখন ভোট
বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নতুন মেয়াদের জন্য নিজেদের সরকার নির্বাচন করতে যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাবক এই দেশটির শুরু হওয়া নির্বাচনের নানা দিক নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক বিচার-বিশ্লেষণ চলছে। ডোনাল্ড ট্রাম্পই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকছেন, নাকি বারাক ওবামার পর নতুন কোনও প্রেসিডেন্টের অভিষেক উদযাপন করবে ডেমোক্র্যাটরা? এমন প্রশ্ন এখন গোটা বিশ্বের সামনে।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) একযোগে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে পৃথক ৯টি টাইম জোনে ভোটগ্রহণ শুরু হবে। স্থানীয় সময়ের পার্থক্য থাকায় ভোট শুরু ও শেষ হবে ভিন্ন ভিন্ন সময়ে।
ইতোমধ্যে ঐতিহ্য মেনে যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছাকাছি নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডিক্সভিল নচ শহরের একটি কেন্দ্রের ভোটগ্রহণ ও গণনা রাতের প্রথম প্রহরেই শেষ হয়েছে। সেই কেন্দ্রে ৫টি ভোট পড়েছে। সবকটি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মিসফিল্ড নামের অপর একটি পাশ্ববর্তী এলাকার কেন্দ্রে ২১টি ভোট পড়েছে। সেখানে ১৬ পেয়েছেন ১৬ ভোট, বাইডেন ৫টি।
চলুন পাঠক একনজরে দেখে নিই, যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে কখন ভোট শুরু:
৩ নভেম্বর স্থানীয় সময় সকাল ৫টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা) থেকে ভেরমোন্টের ভোট শুরু হবে। অন্যদিকে হাওয়াই অঙ্গরাজ্যে ভোট শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় রাত ১১টা)
অন্যদিকে কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেনটুকি, মাইন, নিউ জার্সি, নিউইয়র্ক আর ভার্জিনিয়ায় ভোট শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা)।
এছাড়া দেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, লুইজিয়ানা, মিশিগান, মিসৌরি, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলিনায় ভোটগ্রহণ শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।
পাশাপাশি কলরাডো, মন্টানা, নেবরাসকা, নিউ মেক্সিকো, ইউওমিং অঙ্গরাজ্যে ভোট শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় রাত ৮টা)।
এছাড়া নেভাদা, ক্যালিফোর্নিয়া ও আইডাহো অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) ভোটগ্রহণ শুরু হবে।