করোনা মুক্ত হয়ে মাঠে মাহমুদুল হাসান
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরুর আগে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া একমাত্র ক্রিকেটার মাহমুদুল হাসান জয় সুস্থ হয়ে মাঠে ফিরেছেন।গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটার কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হয়েছেন শনিবার।
সকালে মিরপুর একাডেমি মাঠে এলেও ব্যাটিং করেননি তিনি। ফিটনেস ফিরে পেতে করেছেন হালকা রানিং। একাডেমি ভবনের আইসোলেশন সেন্টার ছেড়ে মাহমুদুল যোগ দেবেন টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় মাহমুদুল দলের প্রথম দুটি ম্যাচে নামতে পারেননি। তাকে ছাড়া শুরুর দুই ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় চট্টগ্রাম।
সোমবার তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল।টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী পাঁচ দলের ১২৫ জন ক্রিকেটার-কর্মকর্তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনা পরীক্ষা করায়। মাহমুদুল ছাড়া পার হয়ে যান বাকিরা।