কোচ জেমি ডে’র অনুপস্থিতি প্রভাব পড়বে না দলে: জামাল
স্পোর্টস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে থাকতে পারবেন না তিনি। দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথমবার জেমিকে ছাড়া মাঠে নামবে বাংলাদেশ।
প্রধান কোচ না থাকলেও ম্যাচে এর কোনো প্রভাব পড়বে না বিশ্বাস স্বাগতিক অধিনায়ক জামাল ভূঁইয়ার। নিজ দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জামাল বলেন, ডাগ আউট তাকে পাবো না আমরা।
তারপরও তার অনুপস্থিতির প্রভাব পড়বে না দলে। তার অধীনে দীর্ঘদিন আমরা ট্রেনিং করেছি। সেগুলো অবশ্যই আমাদের মনে আছে।নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারলে ভালো হবে।জেমি না থাকায় জাতীয় দলের দায়িত্ব সামলাচ্ছেন স্টুয়ার্ট ওয়াটকিস।
এই ইংলিশ কোচ ২০১৮ সালের মে মাস থেকে বাংলাদেশের সহকারী কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল হাল সিটির কোচও ছিলেন তিনি। জেমির অনুপস্থিতিতে এবার প্রথমবার কোনও জাতীয় দলের দায়িত্ব পালন করতে মুখিয়ে এ ইংলিশ।