চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ট্রাক্টরের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সকালে সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের খোকসাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর একই গ্রামের মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, ট্রাক্টরটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।