জুতা শিল্পে কমেছে রপ্তানি আয়
নিজস্ব প্রতিবেদক : সম্ভাবনাময় চামড়া খাতের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে জুতা তৈরির শিল্প থেকে। কিন্তু গত অর্থবছরে এই শিল্পে আয় কমেছে।
করোনা মহামারির কারণে তা আরো নিম্নমুখি। চামড়াজাত জুতা উৎপাদনকারী দেশের তালিকাতেও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। উদ্যোক্তারা বলছেন, এই শিল্পকে রক্ষায় প্রয়োজন আরও বিনিয়োগ এবং হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীকে আর্ন্তজাতিক মানসম্পন্ন করা ।
তৈরি পোশাক খাতের পরই রফতানিতে সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হতো চামড়াজাত পণ্যকে। বিশেষ করে এই খাতের একটি বড় আয় আসতো জুতা তৈরির শিল্প থেকে। কিন্তু সর্বশেষ অর্থবছরে এই শিল্পে রপ্তানি আয় কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ি, গত এক বছরে চামড়াজাত জুতা শিল্পে রপ্তানি আয় কমেছে প্রায় ১২ কোটি ডলার। এছাড়া জুতা উৎপাদনকারী দেশের তালিকায় ২ ধাপ নেমে বাংলাদেশ এখন ৮ম অবস্থানে।
অভ্যন্তরীণ বাজারে প্রতিবছর জুতাসহ ১ কোটি ডলারের চামড়াজাত পণ্য বিক্রি হয়। কিন্তু করোনার নেতিবাচক প্রভাব পড়েছে এই বাজারেও। সব মিলিয়ে খারাপ সময় পার করছেন এই খাত সংশ্লিষ্টরা।