আর্জেন্টিনাকে পেছনে ফেলে শীর্ষে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : চোটে ছিটকে গেছেন নেইমার। ফিলিপে কুতিনিয়োও নেই একই কারণে। ওদিকে করোনাভাইরাসের আক্রান্ত কাসেমিরো। দলের মূল খেলোয়াড়েরা না থাকলেও লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জয়রথ থামেনি ব্রাজিলের। রবের্তো ফিরমিনোর গোলে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে পেয়েছে টানা তৃতীয় জয়। আর এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে সরিয়ে বসেছে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে।
শনিবার সকালে ঘরের মাঠ সাও পাওলোতে জিততে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে সেলেসাওদের। গত মাসে পেরুর বিপক্ষে পাওয়া ৪-২ গোলে জেতা ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছিলেন কোচ তিতে।
নেইমার, কাসেমিরো, কুতিনিয়ো ও ওয়েভার্টনের জায়গায় একাদশে জায়গা পান গ্যাব্রিয়েল জেসুস, অ্যালান, এভারটন ও এদেরসন। ভেনেজুয়েলার শক্তিশালী রক্ষণভেদ করা কঠিন হয়ে উঠলেও ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল এনে দেন ফিরমিনো। এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বসেছে ব্রাজিল। সমান ম্যাচে ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।