আড়াইশোর বেশি পৌরসভায় নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বরের শেষ সপ্তাহে আড়াইশোর বেশি পৌরসভায় নির্বাচন হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। ইভিএম ও ব্যালট দু’ভাবেই ভোট নেয়া হবে, তবে প্রথম ধাপের নির্বাচনে ইভিএম ব্যবহার হবে বলে জানান তিনি।
আজ দুপুরে নির্বাচন কমিশনে এক বৈঠক শেষে ইসি সচিব এসব তথ্য জানান। তিনি আরও বলেন, পৌর নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা হবে। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে।
এসময়, এমপি নিক্সন ইস্যুতে ইসি সচিব বলেন, তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আইন বিভাগে পাঠানো হয়েছে। যে পর্যবেক্ষণ এসেছে তা আইন অনুযায়ী নিরীক্ষা করা হবে। এরপরই ফরিদপুর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।