অল্পতেই থেমেছে তামিম ঝড়
স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য ১৭১ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল পেশওয়ার জালমি। এতো রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ হওয়ার দরকার ছিল। সেই দায়িত্বটা নিতে চেয়েছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক শুরুতে ঝড় তুলেছিলেন ব্যাটে। তবে ঝড়টা অবশ্য লম্বা করতে পারেননি।
মোহাম্মদ হাফিজ মিডল অর্ডারে দুর্দান্ত একটা ইনিংস খেললে ম্যাচটা শেষ পর্যন্ত তামিমদের লাহোর কালান্দার্সই জিতেছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পেশওয়ার বিপক্ষে আজ ৫ উইকেটে জিতেছে লাহোর।
এতে একদিকে পেশওয়ার টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে অন্য দিকে লাহোর উঠে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের মুখোমুখি হবে লাহোর।
এই ম্যাচে জয়ী দল ফাইনালে করাচি কিংসের মুখোমুখি হবে। ১৭০ রানের জবাব দিতে নেমে শোয়েব মালিকের করা পেশওয়ার জালমির প্রথম ওভারে এক বল খেলার সুযোগ পেয়েছেন লাহোরের ওপেনার তামিম।
এক বল থেকে নিয়েছেন এক রান। ইনিংসের দ্বিতীয় ওভারে রাহাত আলীর প্রথম পাঁচ বল থেকে দুই চারে তুলে নেন ১২ রান।