Jatirkantha
  • ই-পেপার
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • আইন আদালত
  • অর্থ-বাণিজ্য
  • ক্রীড়া জগৎ
  • বিনোদন
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফষ্টাইল
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
28

তারাব পৌর নির্বাচন : আ.লীগের প্রার্থী হাছিনা গাজী

Habib সারা বাংলা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন তারাব পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর রূপসী গাজী ভবনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌরসভার বর্তমান মেয়র হাছিনা গাজীকে তারাব পৌর এবং ওয়ার্ড আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়ে তাকে একক প্রার্থী চূড়ান্ত করেছে।

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া বলেন, বর্তমান মেয়র হাছিনা গাজী তৃণমূল আওয়ামী লীগের একক প্রার্থী। তারাব পৌর আওয়ামী লীগ এবং এর আওতাধীন সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারী সহ সকল নেতৃবৃন্দ হাছিনা গাজীকে সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়েছেন।

আমরা বর্ধিত সভায় মেয়র পদে অন্য কোনো মনোনয়ন প্রত্যাশীর নাম পাইনি। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্য থেকে কেউ মেয়র পদে মনোনয়নের আগ্রহ প্রকাশ করেনি।

তিনি বলেন, যতজন প্রার্থীর নাম আসবে সবার নাম আওয়ামী লীগের মনোনয়ন বোডের কাছে পাঠাবে। তারাব পৌরসভার মেয়র পদে হাছিনা গাজীর বাইরে আওয়ামী লীগের অন্য কোনো মনোনয়ন প্রত্যাশী নেই।

আর কোনো বর্ধিত সভা হবে না। তাই হাছিনা গাজী আমাদের তৃণমূল আওয়ামী লীগের একক প্রার্থী। তিনি বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করে শনিবার রাতেই আমরা জেলা কমিটির কাছে হাছিনা গাজীর নাম পাঠিয়েছি। জেলা কমিটি হাছিনা গাজীর নাম আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে পাঠাবে।

তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোল্লার সঞ্চালনায় আওয়ামী লীগের বর্ধিত সভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌর মেয়র হাছিনা গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল ভুঁইয়া, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানি পাল, তারাব ইউনিয়ন ( বর্তমান পৌরসভা) যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা ফিরোজ ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাইম ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসি, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব পৌর আওয়ামী লীগ ও এর আওতাধীন সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ , কাউন্সিলরা উপস্থিত ছিলেন ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে কালকিনিতে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

Related Posts

BNG corona-1

Featured, Slide, জাতীয়, সারা বাংলা, স্বাস্থ্য ও চিকিৎসা

মৃত্যু অপরিবর্তিত, কমেছে সংক্রমণ

AA1.1.3

Slide, জাতীয়, সারা বাংলা

বেড়েছে ভোগান্তি, ঢিলেঢালা লকডাউন

BNG corona-4

Featured, জাতীয়, সারা বাংলা, স্বাস্থ্য ও চিকিৎসা

করোনায় আরো ৯৫ মৃত্যু, মৃত্যুঝুকিতে ষাটোর্ধ্বরা

অনলাইন টিভি

Jatirkantha
Copyright @ 2021 All right Reserved.

এম. এন. এইচ বুলু
প্রকাশক, দৈনিক জাতিরকন্ঠ
চেয়ারম্যান, বিএনএস মাল্টিমিডিয়া লি. (বিএনএস গ্রুপ)

মাকসুদেল হোসেন খান
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক জাতিরকন্ঠ
বিএনএস মাল্টিমিডিয়া লি.

  • www.jatirkantha.com
  • www.epaper.jatirkantha.com
  • www.bns1.tv

ঠিকানা

দৈনিক জাতির কন্ঠ
বুলু ওসান টাওয়ার (১০ম তলা)
৪০, কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা- ১২১৩, বাংলাদেশ
ফোন পিএবিএক্সঃ +৮৮০২৮৮৩৪৪০১
ইমেইলঃ nd@jatirkantha.com