দক্ষিণ অস্ট্রেলিয়া উচ্চ সতর্কতায়
আন্তর্জাতিক ডেস্ক : এপ্রিলের পর প্রথমবারের মতো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর দক্ষিণ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ উচ্চ সতর্ক ঘোষণা করেছে।
তারা পরিস্থিতিকে বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে। এপ্রিলের পর সেখানে ১৮ জন করোনায় আক্রান্ত হওয়ার পর এমন অবস্থায় গিয়েছে কর্তৃপক্ষ। অ্যাডেলেইডে একজন হোটেলকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।
আক্রান্ত কমপক্ষে ১৩ জনের তার সঙ্গে সংযোগ ছিল বলে বলা হয়েছে অনলাইন বিবিসির এক প্রতিবেদনে। কর্মকর্তারা বলছেন, ওই হোটেলকর্মীর কাছ থেকে স্থানীয় একটি পরিবারের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে।ফলে সেখানে করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে। নেয়া হয়েছে কঠোর বিধিনিষেধ।
দ্বিতীয় দফা করোনা সংক্রমণকে পরাজিত করে আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে এসেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দফার সংক্রমণের বেশির ভাগই ছিল ভিক্টোরিয়ায়। সেখানকার রাজধানী মেলবোর্নকে গত মাসে উন্মুক্ত করে দেয়ার আগে প্রায় চার মাস ছিল কঠোর লকডাউনে।
উল্লেখ্য, এখন পর্যন্ত করোনা ভাইরাসে অস্ট্রেলিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৯০৭।