Jatirkantha
  • ই-পেপার
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • আইন আদালত
  • অর্থ-বাণিজ্য
  • ক্রীড়া জগৎ
  • বিনোদন
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফষ্টাইল
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
BNG 1.2jpg

দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেলো না বাংলাদেশ

Maksud Khan Featured, ক্রীড়া জগৎ

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে স্বাগতিক ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। রোববার দ্বিতীয় ম্যাচেও পাত্তা পায়নি লাল-সবুজের প্রতিনিধিত্ব করা দলটি। ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ৭ উইকেটে। ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশকে ১১৩ রানে থামায় ইংল্যান্ড। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ লিজেন্ডরা।

টস হেরে ব্যাট করতে নেমে আগের ম্যাচের সফল ব্যাটসম্যান নাজিমউদ্দিন এই ম্যাচে সুবিধা করতে পারেননি। দলের হয়ে ওপেন করতে নেমে ১২ রানে আউট হন তিনি। খানিক পরে একই পথ ধরেন আরেক ওপেনার জাভেদ ওমর। তিনি করেন ৫ রান। তিনে ব্যাট করতে নামা নাফিস ইকবাল করেন ৮ রান, রাজিন সালেহ ৫ রান করে আউট হলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।

সেখান থেকে দলের হাল ধরেন খালেদ মাসুদ পাইলট। হান্নান সরকার ১৩ রান করে সাজঘরে ফিরলে ষষ্ঠ উকেটে জুটি গড়েন মুশফিকুর রহমানের সঙ্গে। তবে ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছিলেন পাইলট। কিন্তু বল পাইলটের ব্যাট ছুঁয়ে পায়ে লেগেছিল। বিষয়টি বুঝতে পেরে নিজেই আম্পায়ারকে জানান পিটারসেন। পরে জায়ান্ট স্ক্রিনের রিপ্লে দেখে মাঠের বাইরে যেতে থাকা পাইলটকে ক্রিজে ফিরিয়ে আনেন তিনি।

পাইটলের ৩১ রানের সঙ্গে মুশফিকের ২৬ বলে অপরাজিত ৩০ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ১১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল। ১১৪ রানের সহজ লক্ষ্যকে আরও সহজ বানিয়ে ছাড়েন পিটারসেন। ক্রিকেটের পাঠ চুকিয়ে দেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান যে অবসর না নিলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে বাইশ গজ শাসন করতেন, তারই বার্তা দিয়ে গেলেন তিনি।

ফিল মুস্টাডের সঙ্গে ওপেন করতে নেমে নিজ ব্যাটে ঝড় তোলেন পিটারসেন। রফিকের বলে আউট হওয়ার আগে মাত্র ১৭ বলে ৪২ রানের বিধ্বংসী একটি ইনিংস উপহার দেন। মুস্টাদের ২৭ ও ড্যারেন মাড্যির অপরাজিত ৩২ রানের কল্যাণে ৩৬ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে মোহাম্মদ রফিক ২টি ও আলমগির কবির ১টি উইকেট নেন।

→

স্বাধীনতার প্রকৃত ঘোষণা ৭ মার্চের ভাষণ- প্রধানমন্ত্রী স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হবে নারী পুরুষের যৌথ প্রচেষ্টায়: প্রধানমন্ত্রী

Related Posts

AA1.1.1

Featured, বিনোদন

‘রাধে’র ঝলক নিয়ে হাজির সালমান, ট্রেলার মুক্তি

AA1.1.1

Featured, জাতীয়

মেট্রোরেলের দ্বিতীয় সেট আসবে ১৬ জুন

AA1.1.2

Featured, বিনোদন

আপনি আমার হাত ছাড়বেন না, আমি তা জানি

অনলাইন টিভি

Jatirkantha
Copyright @ 2021 All right Reserved.

এম. এন. এইচ বুলু
প্রকাশক, দৈনিক জাতিরকন্ঠ
চেয়ারম্যান, বিএনএস মাল্টিমিডিয়া লি. (বিএনএস গ্রুপ)

মাকসুদেল হোসেন খান
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক জাতিরকন্ঠ
বিএনএস মাল্টিমিডিয়া লি.

  • www.jatirkantha.com
  • www.epaper.jatirkantha.com
  • www.bns1.tv

ঠিকানা

দৈনিক জাতির কন্ঠ
বুলু ওসান টাওয়ার (১০ম তলা)
৪০, কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা- ১২১৩, বাংলাদেশ
ফোন পিএবিএক্সঃ +৮৮০২৮৮৩৪৪০১
ইমেইলঃ nd@jatirkantha.com