নিরাপত্তা পর্যবেক্ষণে ঢাকা আসছেন দুই ক্যারিবিয়ান প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক : কোভিড প্রোটোকল আর নিরাপত্তা পর্যবেক্ষণে ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি দল। নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
উইন্ডিজ সিরিজ চলাকালীন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মাঠে রাখতে বিসিএল বা এনসিএল আয়োজনের ভাবনা বোর্ডের। আর দর্শক মাঠে প্রবেশের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারেও সাবধানী বোর্ড।
দারুণ একটা ম্যাচ দিয়ে পর্দা উঠলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের। মাঠের পারফরম্যান্সে যেমন মনোযোগ ক্রিকেটারদের, বিসিবিও মনোযোগী পুরো আয়োজনকে নিখুঁত করতে। বিশেষত করোনাকালে বায়ো বাবল নিশ্চিতে।
করবে নাই বা কেন, আন্তর্জাতিক সার্কিটে ফিরতে উইন্ডিজ সিরিজটাই যে সবচেয়ে নিকটতম সুযোগ। আর সেই সিরিজে আসার আগে কোভিড প্রোটোকল আর নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে এই আসরকেই বেছে নিয়েছে ক্যারিবিয়ান বোর্ড কর্তারা।
আকরাম খান বলেন, ২৮ তারিখ দু’জন আসবে পর্যবেক্ষণে। ঢাকা এবং চট্টগ্রাম ভেন্যু ঘুরে দেখতে তারা। এরপর তারা তাদের রিপোর্ট দিবে। এই সিরিজ নিয়ে আশাবাদী আমরা।
সব ঠিকঠাক থাকলে জানুয়ারিতে মাঠে নামবে টাইগাররা। তবে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের অভিভাবকও যে বিসিবি। তাদের নিয়েও তাই ভাবনা আছে বোর্ডের।
আকরাম আরো জানান, ঢাকা প্রিমিয়ার লিগে ১০-১২টি দলের খেলা হয়। এটা আয়োজন করতে গেলে বায়ো বাবল নিয়ন্ত্রণ করা কঠিন। তবে চিন্তা ভাবনা আছে। পর্যালোচনা করছি। তবে দর্শক আসতে পারছেন না, এটা কষ্টের একটা বিষয়।
মিরপুরে চার ছক্কার ফুলঝুরি ছুটাচ্ছেন তামিম-রিয়াদ-মুশফিকরা। এক বছর পর ২২ গজে বিশ্বসেরা অলরাউন্ডারের আগমন। মাঠে বসে এমন মুহূর্তের সাক্ষী হতে চান দর্শক। শূন্য গ্যালারি হতাশা বাড়ায় বোর্ড কর্তাদেরও। তবে সময়টাই যে অভিশপ্ত। জানালেন, পরিস্থিতির উন্নতি হলেই স্বরূপে ফিরবে হোম অব ক্রিকেট।