নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে তৈরি মুশফিক
স্পোর্টস ডেস্ক : ঢাকার জার্সিতে আগে কখনোই খেলা হয়নি মুশফিকুর রহিমের।বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে এসেছে সুযোগ। বেক্সিমকো ঢাকার অধিনায়কও করা হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যানকে।উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে তো বটেই, নেতৃত্বের চ্যালেঞ্জ নিতেও তৈরি মুশফিক।টুর্নামেন্ট শুরুর আগেরদিন সংবাদমাধ্যমকে জানালেন তার ভাবনার কথা।
এবারই প্রথম ঢাকার হয়ে খেলার অভিজ্ঞতা । সবারই স্বপ্ন থাকে এমন বড় বড় টিমে খেলার, স্বপ্ন থাকে বিশেষত ঢাকার হয়ে খেলার। আমি খুব ভাগ্যবান যে তারা এবার আমাকে নিয়েছে।
অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিরা কী চায়। এটাও একটা চ্যালেঞ্জ ক্যাপ্টেন হিসেবে দলকে নাম্বার ওয়ান করা। সেই চ্যালেঞ্জ নেয়ার জন্য আমি প্রস্তুত। আমার টিমে যারা আছে তারা যদি সমর্থন করে, এটা (শিরোপা জয়) অসম্ভব না।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবশেষ মুশফিক নেতৃত্ব দিয়েছিলেন ২০১৬ সালে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বরিশাল বুলসের অধিনায়ক করা হয়েছিল তাকে।বিপিএলে অন্য দলের অধিনায়কের দায়িত্ব নিতেও ছিল তার অনীহা। চার বছর পর কাঁধে তুলে নিয়েছেন নেতৃত্বভার। তিন সংস্করণেই বাংলাদেশ দলকে একসময় নেতৃত্ব দেয়া মুশফিকের নতুন শুরু কেমন হয় সেটিই এখন দেখার।