পরমাণু বিজ্ঞানী হত্যায় কয়েকজনকে আটক করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মঙ্গলবার এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে ওই সাক্ষাৎকার দেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এমনকি কয়েকজনকে আটকও করেছে আমাদের নিরাপত্তা সংস্থা।
অপরাধীরা বিচারের হাত থেকে পালাতে পারবে না এবং তাদেরকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন ইরানের শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা। তিনি বলেন, বিজ্ঞানী হত্যার ঘটনায় ইসরায়েল জড়িত, তবে মার্কিন গোয়েন্দা সংস্থাসহ অন্যদের ষড়যন্ত্র এবং সহযোগিতায় এই বর্বর হত্যাকাণ্ড সম্পন্ন হয়।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, হত্যাকাণ্ডের ঘটনা এবং এর সংগঠকদের নানা তথ্যপ্রমাণ থেকে পরিষ্কার হয়েছে যে, ইসরায়েল এ ঘটনায় জড়িত। কিন্তু যুক্তরাষ্ট্র এবং অন্যদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই তারা এই হত্যাকাণ্ড ঘটাতে সফল হতো না।
ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারি আরও বলেন, ইসরায়েল এই হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু মাঠ পর্যায়ে হত্যাকাণ্ড বাস্তবায়নের ঘটনায় তারা অন্য লোকজন, গোয়েন্দা সংস্থা এবং সরঞ্জামাদি ব্যবহার করেছে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর তেহরানের কাছে আততায়ী হামলায় নিহত হন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে। ইরানের দাবি স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিন গানের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরায়েল। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটে আছে ইসরায়েল।