বরিশলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক : বরিশলে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলি দোকানের মধ্যে ঢুকে ঘটনাস্থলেই পথচারী এক নারী নিহত ও চারজন আহত হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায়।
অপরদিকে মেহেন্দিগঞ্জের আলিমাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
উজিরপুর মডেল থানার এসআই রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ওইদিন বিকেলে উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পারুল বেগম নামের এক গৃহবধূ দাঁড়ানো ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী অবৈধ ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাঁপা দেয় পার্শ্ববর্তী এক টি দোকানে ঢুকে পরে। এ ঘটনায় পারুল বেগম নিহত ও চারজন আহত হয়।
অপরদিকে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক সোহাগ বিশ্বাস (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।