Jatirkantha
  • ই-পেপার
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • আইন আদালত
  • অর্থ-বাণিজ্য
  • ক্রীড়া জগৎ
  • বিনোদন
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফষ্টাইল
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
4

ডিসেম্বরের মধ্যেই বাজারে মডার্নার ভ্যাকসিন

Habib Featured, Slide, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক : ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না ডিসেম্বরের মধ্যেই করোনাভাইরাসের দুই কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে। সোমবার কোম্পানির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। করোনার এই ভ্যাকসিন এক মাস অন্তর দুবার দিতে হবে।

এক কোটি মানুষের জন্য পর্যাপ্ত হবে প্রথম কিস্তিতে উৎপাদনের দুই কোটি ডোজ টিকা।মডার্নার দাবি, করোনার বিরুদ্ধে এই ভ্যাকসিন ৯৪.১ শতাংশ কার্যকর।
অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর উপর ভ্যাকসিনটি ১০০ শতাংশ কাজ করে বলে দাবি করেছে ওই সংস্থা।

মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার টাল জ্যাক্স বলেন, আমাদের বিশ্বাস, আমরা এমন একটা ভ্যাকসিন তৈরি করতে পেরেছি যা খুবই কাজ করে। ফাইজারের পর মডার্নাও তাদের তৈরি ভ্যাকসিন ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন জানাল আমেরিকা এবং ইউরোপের সংস্থার কাছে।

সংস্থার এক বিবৃতি বলছে, ‘আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)–এর কাছে মডার্না এই টিকাকে ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন করেছে।সেই সঙ্গে ইউরোপিয় মেডিসিনস এজেন্সির কাছেও এই টিকাকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধতা দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে।

ইউনিভার্সিটি অব রিডিং-এর বায়োমেডিক্যল টেকনোলজির শিক্ষক আলেকজান্ডার এডওয়ার্ড বলেন, এটা দুর্দান্ত ঘটনা।যত বেশি ট্রায়ালের তথ্য আমরা পাব, ততই কোভিডের বিরুদ্ধে আমাদের গবেষণা সফল হবে।

একই ছাড়পত্রের জন্য সম্প্রতি আবেদন জানিয়েছে ফাইজারও। ইতিমধ্যেই ইউরোপের সংস্থার কাছে ফাইজারের ডেটা পৌঁছে গিয়েছে। তারা তা পর্যালোচনা করে দেখছে। অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিনের তথ্যও এখন পরীক্ষা করে দেখা হচ্ছে।

মডার্না বলেছে, ইউরোপের কাছ থেকে দ্রুত এই টিকার ছাড়পত্র মিলবে। ৩০ হাজার স্বেচ্ছাসেবীর উপর এই টিকা প্রয়োগ করে তথ্য পরীক্ষা করা হয়েছে।

একটি সূত্রের মতে, এর মধ্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর উপর এই টিকা ১০০ শতাংশ কার্যকর।

তবে মডার্নার টিকা বাজারে এলে তার দাম অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের থেকে বেশি হবে বলেই মনে করছেন অনেকে।

বিশ্বে আক্রান্ত সংখ্যা ৬ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে পদত্যাগ করলেন ট্রাম্পের করোনাবিষয়ক উপদেষ্টা

Related Posts

Featured, বিনোদন

সামান্থা উপহার দিলেন নারী অটোচালককে!

BNG 07.1

Featured, জাতীয়, রাজনীতি

বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির খোঁজে- কাদের

BNG corona-4

Featured, জাতীয়, সারা বাংলা, স্বাস্থ্য ও চিকিৎসা

করোনায় আরো ৯৫ মৃত্যু, মৃত্যুঝুকিতে ষাটোর্ধ্বরা

অনলাইন টিভি

Jatirkantha
Copyright @ 2021 All right Reserved.

এম. এন. এইচ বুলু
প্রকাশক, দৈনিক জাতিরকন্ঠ
চেয়ারম্যান, বিএনএস মাল্টিমিডিয়া লি. (বিএনএস গ্রুপ)

মাকসুদেল হোসেন খান
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক জাতিরকন্ঠ
বিএনএস মাল্টিমিডিয়া লি.

  • www.jatirkantha.com
  • www.epaper.jatirkantha.com
  • www.bns1.tv

ঠিকানা

দৈনিক জাতির কন্ঠ
বুলু ওসান টাওয়ার (১০ম তলা)
৪০, কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা- ১২১৩, বাংলাদেশ
ফোন পিএবিএক্সঃ +৮৮০২৮৮৩৪৪০১
ইমেইলঃ nd@jatirkantha.com