সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ব্যাংকক
আন্তর্জাতিক ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হয়ে উঠেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। দেশটির পার্লামেন্টে সংবিধান সংশোধনী প্রস্তাবের ওপর শুনানি চলাকালে মঙ্গলবার আবারও পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভে নামেন গণতন্ত্রপন্থীরা।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সাবেক সেনা প্রধান প্রায়ুথ চান ওচা’র বিরুদ্ধে বিক্ষোভাকরীদের অভিযোগ, গত বছর নির্বাচনে প্রভাব খাটিয়ে তিনি আবারও অবৈধভাবে ক্ষমতায় এসেছেন।
বর্তমানে সংবিধানে সাতটি পরিবর্তন এনে সংশোধনী প্রস্তাবের ওপর পার্লামেন্টে শুনানি চলছে।