Jatirkantha
  • ই-পেপার
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • আইন আদালত
  • অর্থ-বাণিজ্য
  • ক্রীড়া জগৎ
  • বিনোদন
  • তথ্য-প্রযুক্তি
  • লাইফষ্টাইল
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
BNG 4.1

বিভিন্ন রাজ্যে ছড়াচ্ছে সহিংসতা, ক্ষমতা গ্রহণে প্রস্তুত বাইডেন

Maksud Khan Featured, Slide, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়, কারণ গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের ফল আসতে এখনও বাকি। তবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই জয় পাচ্ছেন, এটা ‘স্পষ্ট’। আর সেজন্য তিনি প্রস্তুতিও নিতে শুরু করেছেন। খবর বিবিসির। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির।

যার নাম দেওয়া হয়েছে ‘বিল্ড ব্যাক বেটার’। সেখানে বলা হয়েছে, মহামারী থেকে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে জাতিগত বৈষম্য- মারাত্মক সঙ্কটের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রকে যেতে হচ্ছে। আমাদের ট্রানজিশন টিম পূর্ণোদ্যমে প্রস্তুতি নেবে, যাতে বাইডেন-হ্যারিস প্রশাসন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই সক্রিয় থাকতে পারে।” নিয়ম অনুযায়ী, সামগ্রিক বিষয়ে ওয়াশিংটনে ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে। আর এ প্রক্রিয়ার যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে।

ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি। বরং নিজেকেই বিজয়ী দাবি করেছেন তিনি। ভোট গণনা থামাতে একাধিক মামলাও করেছে ট্রাম্প শিবির। তবে এর মধ্যেই ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে বাইডেন শিবির।

এদিকে, সহিংসতার আশঙ্কাকে সত্যি করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে ভোট গণনা নিয়ে উত্তেজনার মধ্যে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডে ট্রাম্পবিরোধী বিক্ষোভ থেকে দোকান ভাংচুর হয়েছে। ট্রাম্পের সমর্থকরা ভোট গণনা বন্ধের দাবিতে বিক্ষোভ করছে।

বিক্ষোভ হয়েছে শিকাগো আর ফিলাডেলফিয়াতেও। এদিকে অ্যারিজোনায় গণনা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। পোর্টল্যান্ড,ওরেগনে প্রতিটি ভোট গণনার দাবিতে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। অ্যারিজোনার মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না- এমন দ্বিধায় পড়ে কর্তৃপক্ষ।

ট্রাম্প ভোট গণনা বন্ধ করার আহ্বান জানানোয় মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসে বিক্ষোভ করেছে দুই শতাধিক মানুষ। তারা প্রধান সড়ক অবরোধ করলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এরআগে প্রতিটি ভোট গণনার দাবিতে আয়োজিত নিউইয়র্কের ম্যানহাটনে হাজারো মানুষের নির্বাচনী শোভাযাত্রা সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় পুলিশ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে। খবর আলজাজিরার। ফলে সময় বাড়ার সাথে সাথে বিক্ষোভ-সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

→

‘সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ’ ম্যানসিটিতে মেসিকে দেখতে চেয়েছিলেন সাকিব

Related Posts

AA1.1.1

Featured, বিনোদন

‘রাধে’র ঝলক নিয়ে হাজির সালমান, ট্রেলার মুক্তি

AA1.1.1

Featured, জাতীয়

মেট্রোরেলের দ্বিতীয় সেট আসবে ১৬ জুন

AA1.1.2

Featured, বিনোদন

আপনি আমার হাত ছাড়বেন না, আমি তা জানি

অনলাইন টিভি

Jatirkantha
Copyright @ 2021 All right Reserved.

এম. এন. এইচ বুলু
প্রকাশক, দৈনিক জাতিরকন্ঠ
চেয়ারম্যান, বিএনএস মাল্টিমিডিয়া লি. (বিএনএস গ্রুপ)

মাকসুদেল হোসেন খান
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক জাতিরকন্ঠ
বিএনএস মাল্টিমিডিয়া লি.

  • www.jatirkantha.com
  • www.epaper.jatirkantha.com
  • www.bns1.tv

ঠিকানা

দৈনিক জাতির কন্ঠ
বুলু ওসান টাওয়ার (১০ম তলা)
৪০, কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা- ১২১৩, বাংলাদেশ
ফোন পিএবিএক্সঃ +৮৮০২৮৮৩৪৪০১
ইমেইলঃ nd@jatirkantha.com