বিয়ের আগেই কৃষ্ণা শ্রফের বিচ্ছেদ
বিনোদন ডেস্ক : বলিউড তারকা জ্যাকি শ্রফের মেয়ে এবং টাইগার শ্রফের বোন কৃষ্ণ শ্রফের বিচ্ছেদ হয়েছে।বাস্কেটবল খেলোয়াড় প্রেমিক ইবান হায়ামসের সঙ্গে আর একসঙ্গে থাকছেন না তিনি।অথচ কয়েক দিন আগেই শোনা গিয়েছিল খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তাঁরা।
শুক্রবার কৃষ্ণা শ্রফ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বলেছেন, সব ফ্যান ক্লাবগুলো সুন্দর, তবে দয়া করে ইবানের সঙ্গে আমাকে ট্যাগ করা বন্ধ করুন। আমরা আর একসঙ্গে থাকছি না, সুতরাং আমাদের সংযুক্ত করা বন্ধ করুন। ধন্যবাদ।
তবে কী কারণে তাঁদের বিচ্ছেদ হয়েছে, সে প্রসঙ্গে কোনো তথ্য জানা যায়নি। জানা গেছে, ২০১৯ সালে প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন কৃষ্ণ শ্রফ ও ইবান হায়ামস।
বাবা ও ভাই বলিউড তারকা হলেও কৃষ্ণা সোশ্যাল মিডিয়া তারকা। ফিটনেসে দক্ষতা আছে তাঁর।