প্রেমিকাকেই প্রেমিকা স্বেতাকেই বিয়ে করছেন আদিত্য
বিনোদন ডেস্ক : বিখ্যাত সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। ছোটবেলা থেকেই গান থেয়ে রীতিমতো স্টার বনে গেছেন তিনি। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আদিত্য।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১১ বছরের প্রেমিকা স্বেতাকেই বিয়ে করছেন আদিত্য। স্বেতার সঙ্গে একটি ছবি শেয়ার করতে তা লুফে নিয়েছে নেটিজেনরা। এদিকে ছেলে এবং হবু বউমার জন্য দোয়া চেয়েছেন আদিত্যর মা দীপা নারায়ণ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন আদিত্য। গণমাধ্যমকে বিয়ের আয়োজন প্রসঙ্গে খুব বেশিকিছু জানাননি তিনি।
এর আগে, কণ্ঠশিল্পী নেহা কক্করের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল আদিত্যর। বি-টাউনে মুখরোচক নানান কথা শোনা গিয়েছিল তাদের নিয়ে। কিন্তু নেহার বিয়ের পর থেমে যায় সেসব আলোচনা।