বৈষম্য-দারিদ্র্য নির্মূলে বহুমুখী প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামারি স্মরণ করিয়ে দেয় প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। এ জন্য বৈষম্য হ্রাস, দারিদ্র্য বিমোচন এবং কার্বন নিঃসরণ কমিয়ে আমাদের গ্রহকে সুরক্ষিত এবং বহুমুখী প্রয়াসকে আরও জোরদার করতে হবে।
স্পেন আয়োজিত ‘বহুপাক্ষিকতা জোরদারে পদক্ষেপ গ্রহণের আহ্বান’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রচারিত আগে ধারণকৃত এক ভিডিও বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজকের গ্লোবালাইজড বিশ্বে গঠনমূলক বহুমুখিতার কোনো বিকল্প নেই। মানবজাতির অভিন্ন অগ্রগতি ও আইনভিত্তিক আন্তর্জাতিক নির্দেশনার এটিই একমাত্র পথ।
‘ইতিহাস প্রমাণ করে, সম্মিলিত প্রচেষ্টা থেকে যেকোনো বিচ্যুতি মানবজাতির জন্য বিপর্যয় নিয়ে আসবে।’ করোনা মহামারি মোকাবিলা করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবিকার সুরক্ষায় এরই মধ্যে জিডিপির ৪ দশমিক ৩ শতাংশ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
‘মহামারির প্রভাব সত্ত্বেও সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি অর্জন করেছে। বৈশ্বিক পর্যায়ে বহুমুখী প্রচেষ্টা না নিলে বৈশ্বিক (স্বাভাবিক পরিস্থিতির) পুনরুদ্ধার হবে না ও কখনো সেটি টেকসই হবে না।’
অনুষ্ঠানে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বক্তব্য দেন। এ ছাড়া সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কোস্টারিকার প্রেসিডেন্ট ও সুইডেনের প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, জর্ডানের উপপ্রধানমন্ত্রী, সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী, তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও কেরিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টারের আগে ধারণকৃত ভিডিও ভাষণ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়।