ভারতীর নাচের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং।এবার তাকে দেখা গেল অন্য লুকে। সাদা রঙের লেহঙার সঙ্গে লাল রঙের গোলাপ দিয়ে সাজ, এক্কেবারে অন্যরকম লুকে ভারতী সিং।
১ ডিসেম্বর শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আদিত্য নারায়ণ। বিয়ের পর ২ ডিসেম্বর বসে আদিত্য-শ্বেতার রিসেপশন। সেখানেই অতিথিদের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় ভারতীকে।যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আদিত্য-শ্বেতার রিসেপশনে গোবিন্দার পাশাপাশি ভারতী, হর্ষ-সহ আরও বেশ কয়েকজন বলিউডের তারকারা হাজির হন। রিসেপশনে শ্বেতাকে দেখা যায় লাল রঙের গাউন পরতে। সেই সঙ্গে হিরের গয়না এবং হাতে চূড়া শোভা পায় শ্বেতার সাজে।
অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং-সহ বলিউডের যে হাই প্রোফাইল তারকাদের হাজির হওয়ার কথা ছিল কিন্তু করোনার মধ্যে তাদের কাউকেই দেখা যায়নি আদিত্য নারায়ণের রিসেপশনে।