মারা গেছেন পবিত্র কাবা শরীফের দরজার ডিজাইনার
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র কাবা শরীফের দরজার নকশাকার প্রকৌশলী মুনির আল জুনদি মারা গেছেন।
সৌদি আরবের বাদশা খালিদ বিন আবদুল আজিজের শাসনামলে তিনি এই নকশার কাজ শেষ করেছিলেন। শনিবার দক্ষিণ জার্মানির একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ টুডে।
১৯৭০ সালে সৌদি আরবের বাদশাহ খালেদ বিন আবদুল আজিজের নির্দেশে পবিত্র কাবা ঘরের একটি দরজা নির্মাণ করা হয়। সোনা দিয়ে তৈরি সেই দরজার নকশা করেন এ প্রকৌশলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
কাবার দরজা তৈরির প্রকল্পটি মক্কার বদর পরিবারকে হস্তান্তর করেছিলেন বাদশা খালিদ বিন আবদুল আজিজ।এই প্রকল্পটি বাস্তবায়ন করেন মাহমুদ বদর ও তার ছেলে মুহাম্মাদ।প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, দরজাটির নকশা করেন মুনির আল-জুনদি এবং এর রেখাগুলো তৈরি করেন শেখ আবদুল রহিম বুখারি।দরজার তৈরির প্রকল্পটি শেষ করতে সময় লাগে দেড় বছর এবং ২৮০ কেজি বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করা হয়।