মারা গেলেন চিত্রসম্পাদক মিন্টু
বিনোদন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় শতাধিক বাংলা ছবির চিত্রসম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহা ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খবরটি জানিয়েছেন গুণী এই সম্পাদকের ছেলে ফারহান ইসলাম।
তিনি জানান, প্রায় এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে বাবা লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হয়। এদিন রাত ৭টা ৩১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ছেলে জানান, শনিবার সকালে বাবাকে ধনমন্ডির তাকওয়া মসজিদে নিয়ে এসেছি। সেখানেই গোসল দেয়া হচ্ছে। এরপর বাবাকে আমরা ধানমন্ডির বাসায় নিয়ে যাবো। সবাই শেষবারের মতো বাবাকে দেখার পর যোহরবাদ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে, এবং সেখানেই দাফন হবে।
তিনি আরো বলেন, বাবাকে এফডিসিতে নিয়ে যাওয়া হচ্ছে না, তবে এফডিসির পরিচালক, প্রযোজক সমিতির নেতারা বাবাকে দেখতে এসেছেন।
সর্বশেষ ২০০০ সালে চিত্রসম্পাদনা করেছেন আমিনুল ইসলাম মিন্টু। এরআগে প্রায় ৩৫ বছর ধরে তিনি সিনেমার সঙ্গে ছিলেন। কাজ করেছেন বরেণ্য আর গুণী নির্মাতাদের সাথে।
১৬৫টি টির মতো সিনেমা সম্পাদনা করা আমিনুল ইসলাম মিন্টু চারবার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।এরমধ্যে আঘাতের জন্য ১৯৮৬ সালে, অপেক্ষার জন্য ১৯৮৭ সালে, গরীবের বউয়ের জন্য ১৯৯০ সালে এবং অজান্তে চলচ্চিত্রের জন্য ১৯৯৬ সালে পুরস্কার অর্জন করেন তিনি।