মিশরের সিনাইয়ে কপ্টার বিধ্বস্তে মার্কিনসহ ৭ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : মিশরে শান্তিরক্ষা মিশনে থাকা বহুজাতিক সামরিক বাহিনী ও পর্যবেক্ষকদের (এমএফও) বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৫ মার্কিন সেনাসহ ৭ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার দেশটির সিনাই উপত্যকার শারম আল শেখ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে এসব তথ্য জানায় এমএফও। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৫ জন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর, এক জন ফ্রান্সের এবং একজন চেক রিপাবলিকের সেনা সদস্য।
এ ছাড়া আহত ব্যক্তিও মার্কিন সামরিক বাহিনীর সদস্য। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে সিনাই উপত্যকার শান্তিরক্ষা মিশন চালাচ্ছে এমএফও। এ মিশনে রয়েছে ১২টি দেশের ১ হাজার ১৫৪ জন সেনা।