ঘরের মাঠে গোল করার রেকর্ডে মেসিকে ছুঁলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে দিনামো কিয়েভের বিপক্ষে অগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার বিশ্রামে ছিলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তবে এ টুর্নামেন্টের ম্যাচে করোনা মুক্ত হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিকই খেলেছেন এদিন।গোলের দেখাও পেয়েছেন তিনি।
এরফলে ইউরোপ সেরার লড়াইয়ে এ তারকা ঘরের মাঠে মেসির সমান ৭০টি গোল করলেন।এ রেকর্ড তাদের দুই জনের ছাড়া আর কারও নেই।ফেরেন্সভারোসের বিপক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে শুরুতেই অবশ্য পেছনে পড়েছিল জুভেন্টাস। তবে ম্যাচের ৩৫তম মিনিটে রোনালদোর গোলে সমতায় ফেরে দলটি।
ডান দিকে হুয়ান কুয়াদরাদোর ছোট পাস ধরে খানিকটা আড়াআড়ি গিয়ে বাঁ পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন দলের সেরা তারকা। এবারের চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচ খেলে এটিই তার প্রথম গোল।
এবারের মৌসুমে ৬ ম্যাচে ৯ গোল—সব মিলিয়ে ২০২০ সালে ৩৬ ম্যাচে ৩৫ বছর বয়সী পর্তুগিজের গোল হলো ৩৭টি! আর এই গোলেই চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ৭০টা গোল করলেন এই পর্তুগিজ তারকা। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় ১৭২ ম্যাচ খেলে ১৩১ গোল করেছেন রোনালদো। বাকি ৬১টা গোল প্রতিপক্ষের মাঠে গিয়ে করে এসেছেন।
এদিকে ম্যাচের শেষ দিকে আলভারো মোরাতার নৈপুণ্যে এগিয়ে যায় জুভেন্টাস। শেষ পর্যন্ত ঘরের মাঠে ২-১ গোলে জয় পায় জুভেন্টাস। এর সঙ্গে সঙ্গে দলটি নিশ্চিত করেছ পরের রাউন্ডে ওঠাও।