শব্দ-সুরে বেঁচে আছেন সঞ্জীব চৌধুরী
বিনোদন ডেস্ক : আজ সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান। তিনি বাংলা ব্যান্ডদল দলছুটের প্রতিষ্ঠাতা এবং অন্যতম প্রধান সদস্য ছিলেন। সঞ্জীব দলছুটের চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর করেছেন।
তিনি ১৯৬৪ সালে ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গোপাল চৌধুরী এবং মাতা প্রভাষিনী চৌধুরী। নয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম।
সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি।এর পর ঢাকার বকশীবাজার নবকুমার ইনস্টিটিউটে নবম শ্রেণিতে এসে ভর্তি হন।এখান থেকে ১৯৭৮ সালে মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন।১৯৮০ সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেও মেধাতালিকায় স্থান করে নেন।
এর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন; কিন্তু বিভিন্ন কারণে তা শেষ না করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ঞ্জীব চৌধুরী একজন খ্যাতনামা সাংবাদিকও ছিলেন।বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনে কাজ করেছেন সঞ্জীব চৌধুরী।