নায়িকা মন্ত্রীর ডিনারে, সাড়া না দেয়ায় শুটিং বন্ধ
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিদ্যা বালান গেলো কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রদেশে তার নতুন ছবি শেরনী’র শুট করছেন। শুটিং-এর লোকেশন জঙ্গল এলাকায় হওয়ায় সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া ছিল তাদের।
কিন্তু শুটিংয়ের জন্য সেখানে পৌঁছে প্রোডাকশন টিম জানতে পারে, ওই অনুমতি প্রত্যাহার করা হয়েছে। শুটিং টিমকে ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার জঙ্গলে ঢুকতে বাধা দেন। খবরে বলা হয়, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্যা বালানকে।
তবে অভিনেত্রী সেই নিমন্ত্রণ রক্ষা করতে রাজি হননি। এরপর নাকি শুটিংয়ের অনুমতি বাতিল করে দেওয়া হয়। পুরো অভিযোগ মন্ত্রী বিজয় শাহ উড়িয়ে দিয়ে বলেছেন, আমি কোনো নিমন্ত্রণ পাঠাইনি।
ওরাই আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে ‘না’ করে দিয়েছি।ডিনার বাতিল হয়েছে শুটিং নয়।
বিষয়টি নিয়ে অবশ্য শেরনী’র পরিচালকরা কোনো মন্তব্য করেননি। অমিত মসুরকর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করছেন ইলা অরুণ বিজয় রাজও আছেন।