শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে রসির বাড়িতে চুরি
স্পোর্টস ডেস্ক : ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) না ফেরার দেশে চলে গেছেন ইতালিয়ান ফুটবল কিংবদন্তি পাওলো রসি। ইতালির উত্তর–পূর্বাঞ্চলীয় শহর ভিচেনৎজার এক গির্জায় ১৯৮২ বিশ্বকাপের নায়ক পাওলো রসির শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য অনুষ্ঠানের মাঝেই ঘটে গেছে আরেকটি দুঃখজনক ঘটনা। পাওলো রসির পরিবার-বন্ধুবান্ধবরা যখন শেষকৃত্যে ব্যস্ত ঠিক তখনই চুরির ঘটনা ঘটে তার বাড়িতে। এমন খবরই দিয়েছে ইতালির সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে, রসির বাড়ি তুসকানি অঞ্চলে। ফ্লোরেন্সের কাছে বিশাল এক ফার্মহাউসে থাকত রসির পরিবার। সেই বাড়িতেই ঘটে চুরির ঘটনা। আনসা নিউজ এজেন্সির মতে, প্রয়াত রসির স্ত্রী ফেদেরিকা কাপেলেত্তি ভিচেনৎজা থেকে ফিরেই দেখেন চুরি হয়েছে। রসির একটি দামি ঘড়ি ও কিছু টাকাসহ আরও অনেক কিছু নিয়ে যায় চোর।এ ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।
১৯৮২ বিশ্বকাপে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়ও হয়েছিলেন রসি। ইতালির জার্সিতে করেছেন ৪৮ ম্যাচে ২০ গোল। এ ছাড়া য়্যুভেন্তাস ও এসি মিলানেও খেলেছেন তিনি।
শেষকৃত্য অনুষ্ঠানে রসিকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার ফুটবল ভক্ত ছাড়াও সাধারণ ফুটবলাররা।