সুন্দরগঞ্জে বিদুৎস্পৃেষ্টে তিন জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ নিহতের ঘটনা ঘটেছে। নিহত তিন ব্যক্তি হলেন আলহাজ্ব সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৫), ছেলে আজাউল হক (৩৫) ও তার নাতি সুজন মিয়া (১৪)।
ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান রাজু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় ও তিন ব্যক্তি বীজতলা দেখতে যায়ন। জমির উপর দিয়ে বাঁশের খুঁটিতে থাকা টানা লাইন বীজতলায় পড়ে ছিলো। দেখতে না পাওয়ায় সেই বিদুৎ তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।