২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯১০
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল আরো ২৪ জনের। এ নিয়ে মোট প্রাণ গেল ৭ হাজার ৬৫০ জনের। এছাড়া, নতুন করে ৯১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জনের।
গতকালও ২৭ জনের মৃত্যু হয়েছিল। নতুন করে ৮৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অপরদিকে, সুস্থ হয়েছিলেন ৯৭৮ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯১৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৬১ হাজার ৫১৫ জন করোনা থেকে সুস্থ হলো।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।