৮০০ বছরের মধ্যে সবচেয়ে কাছাকাছি আসছে বৃহস্পতি ও শনি
নিউজ ডেস্ক : সৌরজগতের সবচেয়ে বড় দু’টি গ্রহ বৃহস্পতি ও শনি মধ্যযুগের পর এই প্রথম সবচেয়ে কাছাকাছি আসতে যাচ্ছে। প্রায় ৮০০ বছর পর আকাশে এই দুই গ্রহের যুগলবন্দি দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
আগামী ১৬ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সৌরমণ্ডলের এই দুই বৃহত্তম গ্রহ একে-অপরের খুব কাছে চলে আসবে। ২১ ডিসেম্বর এতই কাছাকাছি চলে আসবে যে, পৃথিবী থেকে দুটি গ্রহকে দেখতে জোড়া গ্রহের মতো মনে হবে।
যুক্তরাজ্যের টেক্সাসের রাইস ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ও জ্যোতির্বিদ প্যাট্রিক হার্টিগান বলেন, গ্রহ দুটির এমন অবস্থান বিরল ঘটনা।সাধারণত ২০ বছর পর পর গ্রহ দুটি কাছাকাছি আসে।তবে এবারের ঘটনা একেবারেই আলাদা। ১২২৬ সালের ৪ মার্চের পর এবারই এতো কাছাকাছি আসতে যাচ্ছে গ্রহ দুটি।
১৫ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই দুই গ্রহকে কাছাকাছি দেখা যাবে বলে জানিয়েছেন প্যাট্রিক।তবে ২১ ডিসেম্বর যখন আকার ধারণ করবে, তখন গ্রহ দুটির মধ্যে পূর্ণচন্দ্রের ব্যাসের এক পঞ্চমাংশ দূরত্ব থাকবে।সেই সময় দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে ওই দুই গ্রহের উপগ্রহগুলিও দেখা যেতে পারে।তবে নাসা জানিয়েছে, গ্রহ দুইটি এতো কাছাকাছি দেখা গেলেও বাস্তবে তাদের মধ্যে লক্ষ লক্ষ মাইল দূরত্ব বজায় থাকবে।
পৃথিবীর সব প্রান্ত থেকেই দুই গ্রহের এই যুগলবন্দি দেখা যাবে।নিরক্ষরেখা বরাবর যে দেশগুলি রয়েছে, সেখান থেকে সবচেয়ে পরিস্কার দেখা যাবে এ দৃশ্য।গ্রহগুলি এতটাই উজ্জ্বল থাকবে যে গোধূলিতেও আকাশে তাদের দেখা মিলবে।তবে নিরক্ষীয় অঞ্চল থেকে অধিক দূরবর্তী উত্তর গোলার্ধের দেশগুলোতে খুবই অল্প সময়ের জন্য দেখা যাবে বিরল এ দৃশ্যের।
বাইনোকুলার ও টেলিস্কোপের মাধ্যমে আরও পরিষ্কারভাবে দেখা যাবে এ দৃশ্য। বাইনোকুলারের মাধ্যমে শনির বলয় এবং গ্রহ দুটির উজ্জ্বল উপগ্রহগুলোও আরও ভালোভাবে দেখা যাবে।
ভবিষ্যতে ২০৮০ সালের ১৫ মার্চ এবং ২৪০০ সালের আগে এধরণের ঘটনা দেখার সুযোগ পাওয়া যাবেনা। অর্থাৎ বর্তমানে জীবিত বেশিরভাগ মানুষেরই বিরল এ ঘটনার সাক্ষী হওয়ার এটিই শেষ সুযোগ।