দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদরের ঘারিন্দা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক রেজাউল করিম জানান উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি সবজি বোঝাই ট্রাক সকাল সাড়ে সাতটার দিকে টাঙ্গাইল সদরের ঘারিন্দা এলাকায় পৌঁছে হঠাৎ লেন পরিবর্তন করে অন্য পাশে চলে যায়।
তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে প্রেরণ করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহত আহতদের নাম পরিচয় জানা যায়নি।