প্রকাশ্যে করোনা টিকা নিলেন জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮)। স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে তিনি এবং তার স্ত্রী ঝিল বাইডেন ভ্যাকসিন নেন। পুরো আয়োজনটি টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, জো বাইডেন ফাইজারের টিকাটি নিয়েছেন। নিউইয়র্কের ক্রিস্টিনা হাসপাতালে বাইডেনকে এই টিকা দেওয়া হয়। তিনি বাঁ হাতে এই টিকা নেন। তার স্ত্রী জিলও টিকা নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ফাইজার ও বায়োএনটেক-এর ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বাইডেন। নিজে টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বাইডেন বলেন, আমার আগে জিল এই টিকা নিয়েছে। আমি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করে আছি। জিলও তাই।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ভ্যাকসিন নেননি। এ ব্যাপারে তিনি কোন মন্তব্যও করেননি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার- বায়োএনটেক ও মডার্নার তৈরি দুটি ভ্যাকসিন ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। গোটা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে প্রায় ৬ লাখ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।