সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ পশ্চিমবাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থান এলাকায় দাড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী কারের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়, গাড়িতে থাকা ৩ জন ভষ্মীভূত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে ৩ জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৪ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
তিনি জানান, খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে ও হতাহতদের উদ্ধার করে। বর্তমানে মৃতদের ও আহতরা সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।