করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮)। তাঁর অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
করোনাভাইরাসের টিকা নিতে জনগণকে উৎসাহিত করতে সরাসরি টিভি ক্যামেরার সামনে তার প্রথম ডোজ টিকা নেয়ার তিন সপ্তাহ পর তিনি এ ভ্যাকসিন নিলেন।
জানা যায়, ফাইজার ও বায়োএনটেক-এর ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বাইডেন। ভ্যাকসিন নেওয়ার পর সকল আমেরিকাবাসীদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি জানান, ভ্যাকসিন নেওয়া যে উদ্বেগজনক নয় তা বোঝাতেই সর্বসমক্ষে ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। তিনি সকলকে বোঝাতে চান যে ভ্যাকসিন নেওয়া নিরাপদ। এর আগে, তাঁর স্ত্রী,ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও স্পিকার ন্যান্সি পেলোসি ভ্যাকসিন গ্রহণ করেছেন৷
৭৮ বছর বয়সী নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, আমি সামান্য একটি অন্তর্বাস পরে আমার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি।
এর আগে তিনি তার ব্লেজার খুলে ফেলেন। তার জামার হাতা ওপরের দিকে তুলে ফাইজারের টিকা দেয়ার জন্য এক চিকিৎসককে ধন্যবাদ জানান বাইডেন।
ভ্যাকসিন নেওয়ার আগে বাইডেন জানান, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে থাকার কোনও ইচ্ছে তাঁর ছিল না। তবে ভ্যাকসিন যে নিরাপদ তা নিশ্চিত করতে চান তিনি৷
ইতিমধ্যেই আমেরিকায় গণহারে ফাইজার/বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
গত ২১ ডিসেম্বর দেলাওয়ারের নিউওয়ার্কে ক্রিস্টিনা হাসপাতালে তার প্রথম ডোজ টিকা নেয়ার সময় বাইডেন মার্কিন নাগরিকদের বলেন, এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই।