ক্যালিফোর্নিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচু
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যে স্থাপিত মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছয় ফুট উচ্চতা ও ২৯৪ কেজি ওজনের মূর্তিটি নর্দার্ন ক্যালোফোর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে স্থাপিত ছিল। এই ঘটনায় ক্ষুব্ধ ভারতীয়-আমেরিকানরা।
মূর্তি ভাঙার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডেভিস শহরের স্থানীয় প্রশাসনের পাশাপাশি সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট জেনারেলও এই ঘটনার তদন্ত করবেন।
স্থানীয় সংবাদ মাধ্যম ডেভিস এন্টারপ্রাইজের খবরে বলা হয়, মূর্তিটির গোড়ালি থেকে কাটা, অর্ধেক মুখ বিচ্ছিন্ন, কিছু অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। জানুয়ারির ২৭ তারিখ সকালে পার্কের একজন কর্মী ক্ষতিগ্রস্ত এই মূর্তিটি খুঁজে পান। স্ট্যাচুটি সরিয়ে নেয়া হয়েছে ও নিরাপদ স্থানে রাখা হবে বলে জানিয়েছেন ডেভিস সিটি কাউন্সিলম্যান লুকাস ফ্রেরাইচ।
পুলিশ বলছে, গত ২৭ জানুয়ারি ভোররাতে সেন্ট্রাল পার্কের এক কর্মী প্রথম দেখতে পান মূর্তিটি ভেঙে পড়ে আছে। ডেভিস সিটির কাউন্সিলর লুকাস ফ্রেরিকস জানান, নিরাপদ স্থানে সরানো হয়েছে ভাঙা মূর্তিটি। কখন ও কী কারণে মূর্তি ভাঙা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মূর্তিটি কেন এবং কখন ভাঙা হয় তদন্তকারীরা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি। ডেভিস পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ পল দরোশব বলেন, যেহেতু এটি একটি সাংস্কৃতিক আইকন, তাই বিষয়টি গুরুতরভাবে দেখা হচ্ছে।
মহাত্মা গান্ধীর মূর্তিটি ডেভিস শহরকে দান করে ভারতীয় সরকার। অর্গানাইজেশন ফর মাইনোরটিজ ইন ইন্ডিয়া (ওএফএমআই) মূর্তিটি স্থাপনে বিরোধিতা করেছিল। তবে সিটি অব ডেভিস মূর্তি স্থাপনের কাজ চালিয়ে যায়। ওএফএমআই মূর্তি সরিয়ে ফেলার ব্যাপারে ক্যাম্পেইন চালিয়েছে।
ফ্রেন্ডস অব ইন্ডিয়া সোসাইটির (এফআইএসআই) গোরাং দেশাই বলেন, ওএফএমআই এর মতো ভারতবিরোধী উগ্রবাদি সংগঠন ও অন্য খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা এই ঘৃণা তৈরি করেছে।
২০১৬ সালে ক্যালিফোর্নিয়ার ৬ষ্ঠ ও সপ্তম গ্রেডের পাঠ্যবইয়ে ভারত সরিয়ে দক্ষিণ এশিয়া শব্দ অন্তর্ভুক্তির আন্দোলন করে। পিতামাতা ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যালিফোর্নিয়ার শিক্ষা মন্ত্রণালয় বিতর্কিত সিদ্ধান্ব থেকে সরে আসে।
মহাত্মা গান্ধীর স্ট্যাচু এবারই প্রথম ভাঙচুর হয়নি। ২০২০ সালের ডিসেম্বরে ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তান-সমর্থকরা গান্ধীর মূর্তি ভাঙচুর করে।