সরকারের সমালোচনা করায় তুরস্কের সাবেক ১০ অ্যাডমিরাল গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সরকারের সমালোচনা করে একটি খোলা চিঠি প্রকাশের পর দেশটির সাবেক ১০ অ্যাডমিরালকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার।তাদের বিরুদ্ধে অভিযোগ, তারাসহ অবসরপ্রাপ্ত ১০৪ কর্মকর্তা বসফরাস প্রণালিতে সরকারের নতুন প্রকল্পের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন।
গত শুক্রবার তুরস্কের ১০৪ জন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা একটি বিবৃতি দেন। সেখানে তারা বলেন, ‘ক্যানাল ইস্তাম্বুল’ নামের প্রকল্পের ফলে ‘মন্ট্রিক্স কনভেনশন’ হুমকির মুখে পড়বে এবং বসফরাস ও দার্দানেলেস প্রণালিতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
এদিকে, সাবেক নৌ কর্মকর্তাদের বিবৃতিকে বেসামরিক সরকারের প্রতি সরাসরি সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে তুরস্ক।
এরদোগানের অফিসের দাবি, তুরস্কের অতীতের অভ্যুত্থানের সময়কে মনে করিয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা আনাদুলু জানায় ,এ ঘটনায় তদন্ত করা হবে। এ ছাড়াও এতে আরও চার সন্দেহভাজনকে আগামী তিন দিনের মধ্যে আঙ্কারার পুলিশের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করতে বলপ্রয়োগ ও সহিংসতার আশ্রয় নিয়েছেন এসব সামরিক নেতারা।