বিদায়বেলায় চীনের রোষানলে,পম্পেওসহ ট্রাম্প প্রশাসনের ২৮ মার্কিন কর্মকর্তা
আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের শাসনামলে নানা ইস্যুতে ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক ভালো যায়নি। এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাল চীন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের দুই ডজনের বেশি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
ওই তালিকায় রয়েছেন ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। ‘পাগলাটে’ নীতির কারণে চীনের ‘সার্বভৌমত্ব’ লঙ্ঘনের ঘটনায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
ওয়াশিংটনের মসনদে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বসার পর চীন এমন পদক্ষেপ নিলো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই বেইজিং টাইমে প্রকাশিত এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তারা জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের এসব কর্মকর্তা চীনবিরোধী রাজনীতিবিদ ছিলো, তারা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ক্ষতিসাধনের চেষ্টাও করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, তারা একের পর এক এমন সব উদ্ভট পদক্ষেপের পরিকল্পনা, প্রচার ও কার্যকর করেছে যেগুলো চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। যা চীনের স্বার্থের ক্ষতি করেছে এবং চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে তীব্র বাধা তৈরি করে।
চীনের এই পদক্ষেপ ট্রাম্পের ক্ষমতার সময়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বৈরী ও প্রায় ভঙ্গুর সম্পর্কের দিকে দৃষ্টি টেনে নেয়।
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনও চীনের ব্যাপারে তাদের নীতি বদলাবে না। তবে ট্রাম্পের বিভক্তির রাজনীতির কারণে যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে অনেকটাই আলাদা হয়েছে, সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
২৮ জন বিদায়ী ও সাবেক কর্মকর্তার উপর বেইজিংয়ের এই নিষেধাজ্ঞা নিশ্চিত করে, তারা ট্রাম্প প্রশাসনের সংঘাতমূলক চীন নীতির ক্ষেত্রে অনেকটাই প্রভাব বিস্তার করেছে। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তা ও মানবাধিকার নিয়ে বিরোধ চলছে।
ওই ২৮ কর্মকর্তার মধ্যে রয়েছে সাবেকে বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রিয়েন এবং তার সাবেক ডেপুটি ম্যাট পটিংগার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার, জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট, ট্রাম্পের সাবেক শীর্ষ সহযোগী স্টিভ ব্যানন এবং সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বলটন।
নিষেধাজ্ঞার ফলে, এই ২৮ কর্মকর্তা ও তাদের পরিবার চীনের মূলভূমি, হংকং ও ম্যাকাওতে প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে এসব নামের সাথে জড়িত কোনো প্রতিষ্ঠান বা কোম্পানী চীনে ব্যবসাও করতে পারবে না।