সিনেটে আধিপত্য পেতে জর্জিয়ায় পুনর্নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনের ভোট গণনা চলছে। এই অঙ্গরাজ্যে দুটি আসনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—যে দলের সিনেটরেরা বিজয়ী হবেন, সিনেটে সে দলেরই নিয়ন্ত্রণ থাকবে। জর্জিয়ার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেলি লফলার ও ডেভিড পের্ডু এবং ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ও জন অসফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
এরই মধ্যে ৯৫ শতাংশ ভোটগণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, দুটি আসনেই আসনেও চলছে তুমুল লড়াই। দুটি আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি।
শেষ খবর পর্যন্ত রিপাবলিকান প্রার্থী কেলি লফলার ও ডেভিড পের্ডু এবং ডেমোক্র্যাট দলীয় রাফায়েল ও ওয়ার্নক আর জোন ওসোফের মধ্যে চলছে এই লড়াই।
এদিকে বসে ছিলেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনিও গত সোমবার জর্জিয়ায় এসে নির্বাচনি প্রচার চালান।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এখনো পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প।
এরই মধ্যে রাজ্যের ১৫৯ কাউন্টির ৮৮ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হওয়ার পর দেখা যাচ্ছে লড়াই চলছে সমানে সমানে।
মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টিকে জিততে হবে দুটি আসনে।আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে একটি আসনে জিতলেই চলবে।
গত ৩ নভেম্বর নির্বাচনে এই চার প্রার্থীর মধ্যে কেউ সংখ্যাগরিষ্ঠ ভোট (৫০ শতাংশ) পাননি। ফলে এই অঙ্গরাজ্যে পুনরায় ভোট হচ্ছে।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া বাইডেন উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বলেন, এটি নতুন বছর। আগামীকাল (গতকাল মঙ্গলবার) আটলান্টার জন্যে নতুন দিন বয়ে আনবে। ভোট নিয়ে ট্রাম্পের অব্যাহত অভিযোগেরও সমালোচনা করেন তিনি।
জর্জিয়া রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হলেও এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এই অঙ্গরাজ্যে ট্রাম্পকে প্রায় ১২ হাজার ভোটে হারিয়েছেন।