করোনায় এসওয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলীয় দেশ এসওয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস ডিয়ামিনি (৫২) মারা গেছেন।চার সপ্তাহ আগে তিনি করোনায় আক্রান্ত হন।
দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে মারা যান তিনি। তবে পূর্ণাঙ্গ রাজতান্ত্রিক শাসনের দেশটির সরকারি বিবৃতিতে ডিয়ামিনির মৃত্যুর কারণ জানানো হয়নি।
ডিয়ামিনি ২০১৮ সালের অক্টোবর থেকে এসওয়াতিনির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এসওয়াতিনি আগে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।
গত ১৬ নভেম্বর নিজের করোনায় আক্রান্তের কথা জানান অ্যামব্রোস ডিয়ামিনি। তখন তিনি উপসর্গহীন ছিলেন। পরে অসুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন অ্যামব্রোস।
১০ লাখ জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটিতে এ পর্যন্ত ছয় হাজার ৭৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১২৭ জনের মৃত্যু হয়েছে।