নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে যোগ দেবেন ভেট্টরি
স্পোর্টস ডেস্ক : করোনা মহামারির এই সময়ে নিউজিল্যান্ড সরকারের কড়া বিধিনিষেধ থাকায় বাংলাদেশ দলের সঙ্গে ড্যানিয়েল ভেট্টরি যোগ দিতে পারেননি উইন্ডিজ সিরিজে। তার খেসারত, চট্টগ্রাম টেস্টে শেষ দিনে এসে স্পিনারদের বাজে বোলিং।
ভেট্টরির না আসার পেছনে রয়েছে লম্বা কারণ।বাংলাদেশে আসলে তাকে অন্তত ৬০ দিন দেশের বাইরে থাকা লাগত। এছাড়া দেশে গিয়ে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হতো। সব মিলে বাংলাদেশ দলের সঙ্গে তার ২৩ দিন থাকার পর বাকি দিনের খরচও বিসিবির বহন করতে হতো বলে জানিয়েছেন বোর্ড পরিচালক আকরাম খান।
আসলে তাঁকে ৬০-৭০ দিন দেশের বাইরে থাকতে হতো। নিউজিল্যান্ড দেশের বাইরে থেকে যাওয়ার পর কোয়ারেন্টিনের জন্য একটি হোটেল বুক করেছে। এটাতে কিন্তু ওভার বুকড। ওকে যদি আনি ২৩ দিনের জন্য আর ৭০ দিনের জন্য টাকা পয়সা দিতে হয় তাহলে আর্থিক ভাবে আমাদের অনেক ক্ষতি হবে। তাই তাঁকে আনতে পারিনি।
আকরাম খান এটিও জানান, দলের সঙ্গে থাকলে বেশ ভালো হতো। লম্বা সময় পর টেস্ট খেলতে নামার আগে কোচকে সঙ্গে পেত অনুশীলনে।
আপনারা জানেন ভেট্টরির এখানে আসাটা কঠিন হয়ে গিয়েছিল করোনার কারণে।ও থাকলে অনেক ভালো হতো।ওর অভিজ্ঞতা ভাগ করে নিতে পারলে সুবিধা হতো।আমার কাছে মনে হয়েছে অনেক দিন পর টেস্ট খেলছে বাংলাদেশ।বোলাররা অনেকদিন পর এতো লম্বা সময় বোলিং করেছে।এ কারণেই চোখে পড়েছে আমার দুর্বল জায়গাগুলো।আর ওয়েস্ট ইন্ডিজ সত্যিই ভালো ব্যাটিং করেছে।মায়ার্স একাই ম্যাচটা জিতিয়েছে।
সম্ভবত নিউজিল্যান্ড সিরিজেই শেষবার বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন ড্যানিয়েল ভেট্টরি। তাই আকরাম খান জানিয়েছেন, কোচ খুঁজছে বিসিবি।
এই মুহূর্তে আমরা স্পিন কোচ খুঁজছি।আমরা চেষ্টা করছি।ভেট্টরি কিন্তু আসার আগ্রহ দেখিয়েছিল। সে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছে।ওর কোয়ারেন্টিন লাগবে না।যেহেতু সে সেখানেই আছে। এর মধ্যে ভালো একজন স্পিন বোলিং কোচ পাওয়ার চেষ্টা করবো আমরা।