ভ্যাকসিন নিলে মেয়েদের দাড়ি উঠবে ছেলেরা মেয়ে কণ্ঠে কথা বলবে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসকে তুচ্ছতাচ্ছিল্য করা ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। শুরু থেকেই ভাইরাসটিকে নিয়ে তিনি নানা রকম বিতর্কিত মন্তব্য করেছেন। এমনকি নিজে আক্রান্ত হওয়ার পরও তার মতের কোন পরিবর্তন হয়নি।
উল্টো এখন বলছেন মানুষ করোনার ভ্যাকসিন নিলে কুমির হয়ে যাবে। নিজ দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেই ব্রাজিলের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।
ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট দাবি করেছেন, করোনা ভ্যাকসিন মানুষকে কুমির বানিয়ে দিতে পারে। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় ছেলেরা মেয়েদের কণ্ঠে কথা বলবে আর মেয়েদের দাড়ি উঠবে।
এ কারণে তিনি নিজে কখনও এই ভ্যাকসিন নেবেন না বলেও জানিয়ে দেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।
তবে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট রুল জারি করেছেন, করোনা ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক। ভ্যাকসিন না নিলে মানুষকে জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। কিন্তু কারও ওপর বলপ্রয়োগ করা যাবে না।
অথচ সুপ্রিম কোর্টের এই আদেশকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জেইর বোলসোনারো বলেছেন, তিনি কখনোই করোনা ভ্যাকসিন নেবেন না।
যুক্তি হিসেবে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমি ইতোমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়েছি, আমার অ্যান্টিবডি রয়েছে। তাহলে আমি কেন ভ্যাকসিন নেব?