প্রস্তুতি ম্যাচেই মুমিনুল-নাঈমকে পাওয়ার আশা
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। সব ঠিক থাকলে ম্যাচে দেখা যেতে পারে টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও নাঈম হাসানকে।
দুজনই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলার সময় চোট পান ও পরে অস্ত্রোপচার করাতে হয়। বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী আশাবাদী ২৮ জানুয়ারির আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন টেস্ট দলের গুরুত্বপূর্ণ দুই সদস্য।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এরপর উন্নত চিকিৎসার জন্য দুবাই যান তিনি। সেখান থেকে হাতের আঙ্গুলের সফল অস্ত্রপচারের পর, এখন পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন মুমিনুল। দলের জন্য সুখবর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই, শতভাগ ফিট হয়ে উঠবেন ক্যাপ্টেন।
খেলতে পারবেন চার দিনের প্রস্তুতি ম্যাচও। এমনটি নিশ্চিত করলেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এদিকে, বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে কোমরের পুরনো ইনজুরি আবারো জেঁকে বসায় আসর থেকে ছিটকে পড়েন পেসার শফিউল।
তার ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেন, তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে শিগগিরই ভারত পাঠানো হবে
আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। সূচী অনুযায়ী ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশে আসার পর কোয়ারেন্টিনের ধাপ পার করে তিনদিন পর মাঠে অনুশীলন করতে পারবে ক্যারিবীয়রা এমনটা জানান বোর্ডের এই চিকিৎসক।
সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সবধরনের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে বিসিবি।