তুষারাচ্ছন্ন মাঠে রিয়ালের ড্র
স্পোর্টস ডেস্ক : লা লিগায় ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জিদানের দল। স্প্যানিশ লিগে শীর্ষে ওঠার লক্ষ্যে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওসাসুনার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যাদের মাঠে আতিথ্য নেয়ার আগে লস ব্লাঙ্কোদের জয়ের পাল্লাটা বেশ ভারী। শেষ ৫ ম্যাচেই জয়।
শনিবার এল সাদার স্টেডিয়ামে প্রতিপক্ষের রক্ষণাত্মক কৌশল, প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাত রুখে দিলো জিনেদিন জিদানের শিষ্যদের।
এদিন যেন রিয়াল মাদ্রিদ অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলো। প্রথমার্ধ্বে তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি তারা।
বিরতির পর ফিরেও কোন পরিবর্তন আসেনি ম্যাচের দৃশ্যপটে। দ্বিতীয়ার্ধ্বের শেষদিকে এসে দু’দলই দুটি ভালো সুযোগ পেলেও তা শেষপর্যন্ত আর গোলে রূপ নেয়নি। ফলে গোলশূন্য ড্রতেই শেষ হয় দু’দলের ম্যাচ।
বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও গোল করতে ব্যর্থ হয়েছে করিম বেনজামা, এইডেন হ্যাজার্ড ও মার্কস অ্যাসেনসিওরা।