২০২০ সালের ওয়ানডে সেঞ্চুরি : সেরা পাঁচে বাংলাদেশের দুই জন
স্পোর্টস ডেস্ক : সদ্যই বিদায় নেয়া বছরে করোনার কারণে খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। তারপরও এ দলটির দুই তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাস জায়গা করে নিয়েছেন আইসিসির সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরিয়ানের তালিকায়!
গেল বছর তামিম ইকবাল আর লিটন দাস দুটি করে সেঞ্চুরি করেছেন।যা তারা করেছেন মাত্র একটি সিরিজেই। গত মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজে অনেক রেকর্ডই নতুন করে লেখা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। দুর্দান্ত ব্যাটিং করেন তামিম আর লিটন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তামিম ১৩৬ বলে করেন ১৫৮ রান। যেটি ছিল ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। যদিও সেই রেকর্ডটি টিকেছিল মাত্র এক ম্যাচই। কেননা পরের ম্যাচেই লিটন দাস ১৪৩ বলে ১৭৬ রানের ইনিংস খেলে বসেন । যেটি এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। একই ম্যাচে ১০৯ বলে ১২৮ রান করেন তামিমও।
দেশের হয়ে সেরা ইনিংস খেলা সিরিজে লিটন প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন। প্রথম ম্যাচে ১০৫ বলে ১২৬ রানের আরেকটি চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন তিনি।
২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করে আইসিসি। তিনটি সেঞ্চুরি করে এই তালিকায় সবার উপরে রয়েছেন স্টিভ স্মিথ। তালিকার দুই এ রয়েছেন তামিম ও লিটন। চতুর্থ ও পঞ্চম স্থানে দু’টি করে সেঞ্চুরি নিয়ে রয়েছেন ওমানের আকিব ইলিয়াস এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।